'ভরসার নতুন জানালা' প্রকল্প বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কনফারেন্স হল-১ এ বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋন বিভাগের পরিচালক (এসিডি) জনাব আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগন, কৃষি বিজ্ঞানী ও কৃষি গবেষক, বেসরকারি প্রতিষ্টান ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, দেশের কয়েকটি জেলার কৃষি উদ্যোক্তাদের প্রতিনিধিগন এবং বিসেফ ফাউন্ডেশনের সভাপতিসহ সম্মানিত সদস্যবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা প্রকল্পটি বাস্তবায়নে তাদের মুল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। 'ভরসার নতুন জানালা' প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করবে বিসেফ ফাউন্ডেশন ও এটুআই।